গাজীপুর, ২০ মার্চ: গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় আলীফ গ্রুপের পর তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। বন্ধ কারখানাগুলো হলো স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং।
গত ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট করায় কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে এসব কেন্দ্রের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। শ্রমিকরা তাদের বেতন, ঈদ বোনাস এবং ছুটির দাবিতে আন্দোলন করছিলেন।
গাজীপুর পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়ে সমাধান না হওয়ায় তারা বিক্ষোভে অংশ নিয়েছেন। এদিকে, ইউটা গার্মেন্টসের শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।