গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় আবারও শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৯ মে) সকালে কাজে যোগদানের কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টানা তিন দিন ধরে একই কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে। প্রথম দুই দিন অভিযোগ ছিল কলের পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। তবে আজকের ঘটনায় কেউ পানি পান না করেও অসুস্থ হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দেওয়ার পরপরই অনেক শ্রমিক মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট ও পেটব্যথায় আক্রান্ত হন। অসুস্থদের মধ্যে অনেককে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক আবুল কালাম জানান, কাজ শুরু করার পরপরই মাথা ঘোরে এবং বমি ভাব শুরু হয়। কারখানার মেডিকেলে যাওয়ার সময়ই সিঁড়িতে বমি করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সায়েম কবীর জানান, এটি সম্ভবত মাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগের প্রভাব। তবে আশঙ্কার কিছু নেই, আক্রান্ত সবাই এখন নিরাপদ অবস্থায় আছেন।
বাসন থানার ওসি শাহিন খান জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিকদের মাঝে, পাশাপাশি কারখানার স্বাস্থ্যবিধি ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।