গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্র উঁচিয়ে বাজার দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দলেরই শীর্ষ নেতার সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এমসিবাজার এলাকায় দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়ে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দেন তিনি। ওই সময় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাও তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদের বিএনপিতে কোনো জায়গা নেই। জাহাঙ্গীর আলম দলের শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। তাই নেতাকর্মীদের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির ঘটনায় দুইটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে জামিনে থাকলেও আরেকটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি মামলাগুলোর তদন্তও এগিয়ে নেওয়া হবে।