গাজীপুরের শ্রীপুরে কথাকাটাকির জেরে জয় হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জয় হাসান লোহাগাছ এলাকার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার শুরুর দিকে জয়সহ কয়েকজন বন্ধু মাঠে ফুটবল খেলা দেখছিলেন। হঠাৎ মোজাম্মেল হক (২০), একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে, এসে জয়ের বন্ধু জুনায়েদকে হত্যার হুমকি দেন। জয় এতে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটাকির একপর্যায়ে মোজাম্মেল সেখান থেকে চলে যান।
পরে রাত ১০টার দিকে জয় ও তার বন্ধুরা সরকার মার্কেটে গেলে, মোজাম্মেল সেখানে উপস্থিত হয়ে জয়কে গালাগাল শুরু করে। একপর্যায়ে জয়কে লাথি মেরে ফেলে দিয়ে তার পেটে একাধিকবার ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় জয়কে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
জয়ের বাবা অভিযোগ করে বলেন, “এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাম্মেলসহ তার সহযোগীরা আমার নিরীহ ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। পেটে ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে অণ্ডকোষেও আঘাত করে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। মোজাম্মেলের এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত মোজাম্মেলকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে।”