গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে রিপন মিয়া (৪৪) এবং টঙ্গীর খাপাড়া এলাকার মোজাব্বর হোসেনের ছেলে নুরুন্নবী (৪৫)। দুজনই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয় এবং সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১২৮ জনকে আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
তবে ওই মামলার বাদী কাজী হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারের বিষয়ে তিনি অবগত নন। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলার দুই আসামি হালিম মোল্লার ঘনিষ্ঠ সহযোগী। এদিকে, ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী হুমায়ুন কবিরকে শোকজ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।