গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক লিখন হোসেন, পলাশ ইসলাম, সোহাগ হোসেন, লিটন মিয়া, আমির হোসেন এবং সহযোগী সদস্য সোহেল রানা প্রমুখ।
বক্তারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।