গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের মধ্যে আটজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কাশেম নামে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আটজনকে এখানে ভর্তি করা হয়েছে। একজন আইসিইউতে রয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আহতদের অধিকাংশেরই মাথায় ইনজুরি রয়েছে।
একজনের হাত-পা ভাঙা। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন, ইয়াকুব আলী (২৫), গৌরব ঘোষ (২২), শুভ শাহরিয়ার (২০), আব্দুর রহমান ইমন (১৮), আবির খান (২০), সাব্বির খান হিমেল (৩৮) ও কাজী আমির হামজা (২১) ও কাশেম (২০)।