গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সকাল সাড়ে ৭টার দিকে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।