খবর বাংলা
,
ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনি তহবিলে সাধারণ মানুষের দেওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ডা. তাসনিম জারা জানান, দলীয় বা জোটগত প্রার্থীর বদলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে যারা তাঁর ফান্ডরেইজিংয়ে অর্থ সহায়তা দিয়েছিলেন, তারা চাইলে সেই টাকা ফেরত নিতে পারবেন। বিকাশের মাধ্যমে অনুদান পাঠানো সমর্থকদের জন্য একটি গুগল ফর্মের লিংক শেয়ার করা হয়েছে। ফর্মে নিজেদের ট্রানজেকশন আইডি ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। যাচাই-বাছাই শেষে সঠিক আবেদনকারীদের টাকা ফেরত দেওয়া হবে।
এছাড়া যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদান দিয়েছেন, তাদের জন্যও অর্থ ফেরতের প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে বলে ডা. তাসনিম জারা পোস্টে উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সমর্থকদের আর্থিক সহায়তা নেওয়া অযথা হবে, তাই এ পদক্ষেপ নিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে তার এই উদ্যোগ আর্থিক স্বচ্ছতা ও নৈতিকতার নজির হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র লড়ার ঘোষণা দিয়ে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।











