খবরবাংলা
,
ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গুম প্রতিরোধ অধ্যাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি টানা পাঁচ বছর নিখোঁজ থাকলে এবং জীবিত ফিরে না এলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ বা ‘ডিসাপিয়ার্ড’ ঘোষণা করতে পারবে।
এ ছাড়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এ প্রয়োজন অনুযায়ী পাবলিক প্রসিকিউটর নিয়োগ, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিজস্ব আইনজীবী নিয়োগ এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা নির্ভরশীল সদস্যদের সম্পত্তি ব্যবহারের সুযোগ রাখার বিধান রাখা হয়েছে।
হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ নতুন অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তৃত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। এতে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ, সংরক্ষিত এলাকা ঘোষণা, নিষিদ্ধ কার্যক্রম নির্ধারণ এবং অপরাধের জন্য শাস্তির বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া হাওর এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বার্নে বাংলাদেশ দূতাবাস উপদেষ্টা পরিষদ সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এতদিন জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হওয়ায় নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূতসহ সীমিত জনবল দিয়ে কার্যক্রম শুরু হবে।
অন্যান্য আলোচনা বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তার চিকিৎসা বিষয়ে সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়।
এ ছাড়া মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
তথ্য সূত্র : বাংলাদেশ প্রতিনিধি











