আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া স্বজনদের সন্ধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’।
রোববার (২০ এপ্রিল) সকালে রাজধানীর হাইকোর্ট মাজার গেটে প্রায় শতাধিক পরিবার এই মানববন্ধনে অংশ নেয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নিখোঁজ স্বজনদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “শেখ হাসিনা সরকারের পতনের আট মাস পেরিয়ে গেলেও এখনো চিহ্নিত গুম-খুনের হোতাদের বিচার হয়নি। যারা এসব ঘটনার মাস্টারমাইন্ড ছিল, তারা ৫ আগস্টের পর ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে।”
তারা আরও দাবি করেন, গুম-খুনের ঘটনায় যাদের সহযোগিতা রয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু গুম হওয়া ব্যক্তিদের খোঁজই নয়, দায়ীদের চিহ্নিত করে উপযুক্ত বিচার চায় পরিবারগুলো।
স্বজনদের ফেরত পাওয়ার আকুতি জানিয়ে এক বক্তা বলেন, “এখনও আমাদের রাস্তায় দাঁড়িয়ে স্বজনদের জন্য আন্দোলন করতে হচ্ছে কেন? এত বছর পরেও আমাদের কেন জবাব দেওয়া হয়নি?”
মানববন্ধনে অংশ নেওয়া অনেকে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে বলেন, গুমের ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়ার দাবি জানান।
এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলের প্রতি মানবিক হস্তক্ষেপের আহ্বান জানান।
‘মায়ের ডাক’ সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো বছরের পর বছর ধরে নিঃশব্দ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। এখনই সময় এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার।