ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত না করে দেশে কোনো নির্বাচন নয় — এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ—যারা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার হবেই। বিচার, সংস্কার, তারপরই নির্বাচন।”
শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘জুলাই আন্দোলনের বিচার হয়তো দীর্ঘপ্রক্রিয়া, তবে শুরুটা দৃশ্যমান হতে হবে। এর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। শহীদ ও আহত পরিবারগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে।’’
তিনি আরও যোগ করেন, ‘‘এটা শুধু বর্তমান সরকারের নয়—আগামীতে বাংলাদেশে যে কোনো সরকারই আসুক, তাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে। এ জন্যই আমরা জুলাই সনদের কথা বলছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”
কর্মসূচিতে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বর্ষপূর্তি উপলক্ষে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি।