রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। পল্টন থানা সূত্রে জানা গেছে, ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকার গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন থানায় মামলা করা হয়েছে।