গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শৈলদাহ নদীর চিতলিয়া এলাকায় ৩০ এপ্রিল ভাঙনের ফলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যায়, ফলে ১০টি গ্রামের হাজার হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ফেলে প্রতিরক্ষা কাজ শুরু করে।
গতকাল (৬ মে) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস উদ্বোধন করেন। প্রথম দিনেই ৯৪টি জিওব্যাগ ফেলা হয় এবং আজ থেকে পূর্ণমাত্রায় কাজ শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, শৈলদাহ নদীর ভাঙনে এলজিইডি নির্মিত ৫০ মিটার সড়ক নদীগর্ভে চলে যায়, যার ফলে ২০-২৫ হাজার মানুষকে ১০ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে।
চালানো দ্রুত প্রতিরক্ষা কাজের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্টি জানিয়েছেন।