গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্যকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। তাঁদের উদ্ধারে করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহান পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি একটি গাছে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজরসহ ১২ আরোহী আহত হন।
পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চালক মন্টু শেখ (৫৫)ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক সুব্রত বিশ্বাস।
মন্টু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও সুপারভাইজর বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা।