গোপালপুরে কৃষকের মাঝে বিনামূল্যে রবি শষ্য বীজ ও সার বিতরণ

গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষককে বিনামূল্যে রবি শষ্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলার মোট ৮ হাজার ৩০০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা হলরুমে ২০২০-২১ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এইসব বীজ বিতরণ করা হয়।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে- সরিষা, বোরোধান, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, পেঁয়াজ, টমেটো ও মরিচ।

এর সাথে পরিমান মতো রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অফিস সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই-সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। সম্পাদনা – অলক কুমার