আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালপুর উপজেলার সুতি ভি. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে স্থানীয় সমর্থক ও দলীয় নেতাকর্মী মিলিয়ে তিন শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পথিমধ্যে মাওলানা হুমায়ুন কবির তাঁর উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ও উৎসাহ তৈরি করেছে।
শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদার, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।