টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে গরিলা বিলের মাঝখানে ভাসমান ছোট দ্বীপ “জুগীর ঘোপা” স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই রহস্যময় স্থান হিসেবে পরিচিত। আধ্যাত্মিকতার নানা কল্পকাহিনীর আড়ালে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী অপরাধ সিন্ডিকেট, যেখানে চলছে জুয়ার আসর, মাদক বিক্রি, মাদক সেবন ও পলাতক আসামিদের নিরাপদ আশ্রয়।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া ঘরকে ব্যবহার করে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়। নির্দিষ্ট নৌকা ছাড়া সেখানে পৌঁছানোও কঠিন, যা অপরাধীদের জন্য নিরাপত্তার বলয় তৈরি করেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ও প্রশাসন যৌথ অভিযান চালায়। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন জানান, “যোগীর ঘোপা খাস জমিতে অবস্থিত। অভিযানে যাদের পাওয়া গেছে, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে আর কোনো মাদকের আসর বসতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, প্রতি বৃহস্পতিবার পুলিশি পাহারা বসানো হবে যাতে কোনোভাবেই মাদক বা জুয়ার আসর বসতে না পারে। নৌকা মাঝিদেরও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতি বৃহস্পতিবার এখানে সবচেয়ে বড় গাঁজা সেবনের আসর বসে, মান্নতের খিচুড়ি বিতরণ হয় এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা ভিড় করে। এসবকে কেন্দ্র করে এলাকায় চুরি ও রেললাইনের ক্লিপ খোলার মতো অপরাধ বেড়ে গেছে।
অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার প্রতিরোধের চেষ্টা করলেও শক্তিশালী চক্রের কারণে তা ভেস্তে যায়। বহু বছর ধরেই এখানে কোটি টাকার মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।