টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশনের পাশে একটি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিরোধ মীমাংসার জন্য পুকুর সংলগ্ন কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে একদল দুর্বৃত্ত দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় এবং কার্যালয় ভাঙচুর করে। স্থানীয়রা বাধা দিলে চারজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমনগর রেলস্টেশনের পাশে রেলওয়ের জমিতে খনন করা পুকুরে উদ্যমপুর বর্ণী গ্রামের কয়েকজন দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি ভোলারপাড়া গ্রামের কিছু কর্মীর সঙ্গে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সমাধানের লক্ষ্যে দুই পক্ষ তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে বসেন।
হামলার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার, কার্যালয়ের সাইনবোর্ড ও টিনের বেড়া ভাঙচুর করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, রেললাইনের পাশের পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধ তৈরি হয়। মীমাংসার বৈঠক থেকে সভাপতি ও সম্পাদক অনুপস্থিত থাকায় আগামী সোমবার (২০ অক্টোবর) পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খবর পান হামলা ও ভাঙচুর হয়েছে।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, দুষ্কৃতিকারীরা তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভেঙেছে। এখানে দলীয় গ্রুপিং নেই, ব্যক্তিগত স্বার্থের কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।