গোপালপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) পৌর এলাকার সূতি নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে জামায়াত।
জামায়াতের অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা চান মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে প্রচারণায় অংশ নেওয়া জামায়াতের পর্দাধারী নারী কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাদের মারধর ও লাঞ্ছিত করা হয় এবং প্রচারণায় বাধা দেওয়া হয়।
ঘটনার পর গোপালপুর পৌর জামায়াতের উদ্যোগে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অভিযোগ করা হয়, গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় জামায়াতের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা ও গণভোটের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে।
জামায়াতের নেতারা আরও দাবি করেন, বিএনপির কিছু নেতা প্রকাশ্যে জামায়াতকে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে করে দুই উপজেলায় জামায়াতের প্রচারণা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।











