গোপালপুর প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গোপালপুর সূতী ভিএমপাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে তিনি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির হাতে গাছের চারা বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল গফুর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি)।
এছাড়াও উপস্থিত ছিলেন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।
এদিনই এমপি ছোট মনির উপজেলার আরো দুটি প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রতিষ্ঠান দুইট হলো, ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও হেমনগর ইউনিয়নের শাখারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।