টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জালের বাজারে নেমেছে চরম সংকট। বর্ষা মৌসুম শুরুর পরও নদী-নালা-খাল-বিলে কাঙ্ক্ষিত পরিমাণে পানি আসেনি, ফলে মাছ ধরা শুরু হয়নি।
এরই মধ্যে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ ‘চায়না জাল’ বাজার দখল করে রাখায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় জাল ব্যবসায়ীরা।
স্থানীয় জেলেরা জানান, পানির অভাবে বড় মাছ ধরা যাচ্ছে না। আর চায়না জালে ধরা পড়ছে ছোট মাছ, যা মাছের ভবিষ্যৎ প্রজননকেই ধ্বংস করছে। এতে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
স্থানীয় জাল ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, “২৫-৩০ বছর ধরে জাল বিক্রি করছি। বৃষ্টি ও পানি না থাকায় জাল বিক্রি বন্ধ। আর চায়না জালের কারণে আমাদের ব্যবসা চরম ক্ষতির মুখে। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে।”
স্থানীয়দের দাবি, চায়না জালের আমদানি ও বিক্রির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে গোপালপুরের ঐতিহ্যবাহী জাল শিল্প চিরতরে হারিয়ে যাবে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, “চায়না জাল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে জনসচেতনতাই সবচেয়ে জরুরি।”