টাঙ্গাইলের গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় গোপালপুর শিল্প ও বণিক সমিতির কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও চাঁদাবাজ-মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
মতবিনিময় সভায় গোপালপুরের ব্যবসায়ী সমাজ, স্থানীয় নেতা ও প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে গোপালপুরের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে।
সভাটি সঞ্চালনা করেন শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপি সভাপতি খালেদ হাসান উথান। সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয় একটি সম্মিলিত কর্মপরিকল্পনা। এর মধ্যে রয়েছে সচেতনতা কার্যক্রম, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং নিয়মিত পুলিশি তদারকি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ গোপালপুরকে একটি নিরাপদ ও টেকসই ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত করবে।