গোপালপুর প্রতিনিধি : বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রসাশন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
শুক্রবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন এ মসজিদে জুমআর নামাজ আদায় শেষে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি বলেন, “এই পবিত্র মসজিদে জুম্মার নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ।
অসাধারণ সৌন্দর্য্যমন্ডিত দৃষ্টিনন্দন মসজিদটি আমার দেখা সবচেয়ে নান্দনিক। দেশের সবস্থান থেকে মানুষজন দলে দলে এখানে আসছেন।
মহান আল্লাহ সুবহান তা’আলা আমাদের সকলকে কবুল করুন। মসজিদ নির্মাণ ও খেদমতে যারা আসেন তাদের সকলের জন্য দোয়া করি।”
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আতাউল গণি, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিক ও মসজিদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য, সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনার্থীবৃন্দ। সম্পাদনা – অলক কুমার