ভারতের গোয়া রাজ্যের শ্রীগাও গ্রামে এক মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় ভয়াবহ পদদলিতের ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। শনিবার (৩ মে) ভোরে লায়রাই দেবী মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানান, নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উত্তর গোয়া জেলা হাসপাতাল ও গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, শুক্রবার রাত থেকেই মন্দির চত্বরে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত জড়ো হন। ভোরের দিকে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। এতে অনেকেই পায়ে পিষ্ট হয়ে মারা যান বা আহত হন।
প্রতিবছরই লায়রাই দেবী মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এবং দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত সেখানে অংশ নিতে আসেন। তবে এবার ভিড় সামলাতে না পারায় ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।
ঠিক কী কারণে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও গোয়া রাজ্যের শীর্ষ নেতারা।