ঘাটাইল প্রতিনিধি : ঘাটাইলে আটিয়া বন অধ্যাদেশ ৮২ বাতিল এবং জনসাধারণের বসতবাড়ি বন বিভাগ কর্তৃক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে এলাকাবাসী।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের পূর্ব পুরুষদের আমল থেকে এখানে বসবাস করে আসছি।
আমরা একটি ঘর নির্মাণ করতে গেলেও বন বিভাগের লোকজন এসে টাকা দাবি করে।
তাদের টাকা দিলেও পরবর্তীতে মামলা দেয়। আমাদের নানাভাবে হয়রানি করা হয়।
সবার জন্য বন আইন এক, কিন্তু আমাদের জন্য আলাদা কেন? আমরা শান্তিপূর্নভাবে এখানে বসবাস করতে চাই।
আমাদের দাবি আটিয়া বন অধ্যাদেশ ৮২ বাতিল করতে হবে।
সবার জন্য এক আইন থাকবে, আমাদের জন্য এক আইন, অন্যদের জন্য আলাদা আইন তা হবে না।
বন বিভাগের যখন মন চাইবে আমাদের বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিবে এটা আমরা মেনে নিবো না।
আমাদের দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে স্থানীয় একটি স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস,এম ওবায়দুল হক নাসির।