বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা কোন কেন্দ্রেই জিততে পারেনি।
পৌরসভার ১০টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রেও জিততে পারেনি নৌকা।
এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহিদুল ইসলাম লেবু ৪৩২৩ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া পেয়েছেন ৬৬০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে চলে এ ভোট গ্রহণ।
তবে ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট হওয়ায় প্রায় প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করতে বিলম্ব হয়েছে।
পৌরসভার রতনপুর কেন্দ্রে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া পেয়েছেন ৬৬০৮ ভোট, জগ প্রতীকে মঞ্জরুল হক পেয়েছেন ৪৩২৮, নৌকা প্রতীকে শহিদুজ্জামান খান শহীদ ৪৩২৩ ভোট।
এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ২৪১জন। পুরুষ ১০ হাজার ৮০১ জন এবং মহিলা ১১ হাজার ৪৪০ জন।
নির্বাচনে চার মেয়র প্রার্থী মধ্যে তিনজন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঘাটাইল উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
নির্বাচনে কোথাও কোন বিশৃঙ্খলা ও হতাহতের কোন ঘটনা ঘটেনি। সম্পাদনা – অলক কুমার