টাঙ্গাইলের ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঘাটাইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় জমায়।
অভিযোগ রয়েছে, গত ২২ আগস্ট পারিবারিক কলহের জেরে কলেজ পড়ুয়া ছেলে জিসান খান (২৫) নিজ বাবাকে হত্যা করে। নিহত রাশিদুল খান সুমন (৪৫) ছিলেন উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ধলাপাড়া ইউনিয়ন বাজারের ড্রাগস অ্যান্ড ক্যামিস্ট সমিতির সাধারণ সম্পাদক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পেরে জিসান দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। শেষ পর্যন্ত তিনি বাবাকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ২০টি ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করেন ছেলে জিসান। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঘটনার পর নিহতের বাবা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২) বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, “এটি একটি হত্যা মামলা। আসামি স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী থানা পুলিশের আবেদনের ভিত্তিতে কোর্টের অনুমতি নিয়ে লাশ উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”