টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোর জন্য সরকারি বরাদ্দের চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ৭১টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে সরকারি বরাদ্দের চালের ডিও লেটার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, পূজা উদযাপন ফ্রন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সান্ন্যালসহ সব পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।