ঘাটাইল প্রতিনিধি : ঘাটাইল জমি বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে জমির পাকা ধান কাটতে আসায় শ্রমিকের উপরের গুলি চালিয়েছে ইঞ্জিনিয়ার সোহরাব।
এ ঘটনায় শাহজাহান (৬০) নামে এক বৃদ্ধ ধান কাটা শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ধান কাটা শ্রমিক শাহজাহান কুরমুশি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কাগমারি বৈলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় গুলিবর্ষনকারীকে গ্রেপ্তার ও বন্দুকটি জব্দ করেছে ঘাটাইল থানা পুলিশ।
আরো পড়ুন – সখীপুরে একমণ ধানের দামেও মিলছে না একজন ধানকাটা শ্রমিক
স্থানীয়রা জানান, কাগমারি বৈলতৈল গ্রামের আব্দুল কাদেরের পৈত্রিক ২৫ শতাংশ জমি কেনেন আব্দুল কাদেরের বন্ধু হাসেম আলী।
কিন্তু জমির দলিল করে না নেয়ায় ওই জমির মালিকানা দাবি করেন একই গ্রামের আব্দুল কাদেরের ভাই ইঞ্জিনিয়ার সোহরাব।
হাসেম আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন তার স্ত্রী মাজেদা বেগম।
মঙ্গলবার সকালে মাজেদা বেগম আটজন শ্রমিককে ওই জমির ধান কাটার চুক্তি দেন।
এ সময় সোহরাব তার কাছে থাকা একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালান।
এতে ধান কাটা শ্রমিক শাহজাহান ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন; পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ শাহজাহান জানান, তিনিসহ আটজন শ্রমিক আট হাজার টাকা চুক্তিতে সকালে ধান কাটতে যান।
ধান কাটা শেষের দিকে সোরহাব তিনটি গুলি করলে দুটি গুলি তার শরীরে লাগে। এ ঘটনায় তিনি অভিযুক্ত সোরহাবের শাস্তি দাবি করেন।
আরো পড়ুন – সখীপুরে চিরকুট গুঁজে দিয়ে মুঠোফোন ছিনতাই
মাজেদা বেগম জানান, সোহরাবের ভাই আব্দুল কাদেরের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি কিনে চাষাবাদ করছিলেন তারা; কিন্তু জমির এখনো দলিল হয়নি।
যার কাছ থেকে জমি কিনেছি তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছে না। জমিতে রোপনকৃত ধান কাটতে আট জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম।
কিন্তু সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করেন। তিনবার গুলির শব্দ পাই।
পুলিশের বক্তব্য –
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসময় তিনি বলেন, ‘সোহরাব তার লাইসেন্স করা শর্টগান দিয়ে গুলি চালান। এতে একজন শ্রমিক আহত হয়েছেন।
তুচ্ছ ঘটনায় তিনি তার লাইসেন্স করা বন্ধুক ব্যবহার করায় গুলিবর্ষনকারী সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।
তার ব্যবহৃত বন্দুকটিও জব্দ করা হয়েছে বলে জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা – অলক কুমার