ঘাটাইল প্রতিবেদক : টাঙ্গাইলে ঘাটাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে চারজন আহত হওয়ার দাবি করেছে দলটির নেতাকর্মীরা।
তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার ১২টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঘাটাইল উপজেলা বিএনপি।
বিএনপির নেতাদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের চার নেতাকর্মী আহত হয়েছেন।
আরো পড়ুন – সরিষা উৎপাদনে টাঙ্গাইল দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন বলেন, তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিকদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
মিছিলটি ঘাটাইল কলেজ মোড় এলাকায় পৌঁছলে মিছিলের পেছন থেকে এলোপাথারি লাঠিচার্জ করে পুলিশ।
এতে তাদের চার নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি জানান।
আহতরা হলেন- পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু, দেওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল রানা; সাগরদিঘি ইউনয়িন যুবদলের সদস্য সচিব মুশফিকুর রহিম প্রিন্স ও পৌর ছাত্রদলের আহবায়ক বিজয় হাসান।
মিছিল শেষে কলেজ মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, যুগ্ম-সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।
আরো পড়ুন – ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ
ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বলেন, কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি।
বিএনপির নেতাকর্মীরা উপজেলার ভেতরে একত্রিত হওয়ার চেষ্টা করছিল।
ওয়ার্কিং ডে থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সম্পাদনা – অলক কুমার