টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মর্যাদা দাবি করে স্বামী রাসেল মিয়ার বাড়িতে অনশনে বসেছেন এক নারী। তাদের মধ্যে পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে হয়েছিল বলে দাবি করেন তিনি। শনিবার (১৫ নভেম্বর) দুপুর থেকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে তিনি অবস্থান নেন। এ সময় এলাকার উৎসুক জনতার ঢল নামলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাসেল, তার বাবা-মা ও ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। সৌদিতে কাজ করার সময় রাসেল মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। সেখানে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং একসঙ্গে চাকরিও করতেন। সম্প্রতি রাসেল ছুটিতে দেশে এসে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে বিদেশে ফেরার নাম করে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন বলেও অভিযোগ করেন তিনি।
নারীটি জানান, “আমি আমার স্বামীর বৈধ স্ত্রী। রাসেল দেশে এসে নতুন করে অন্যত্র বিয়ে করেছে। হঠাৎ করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার সব আয়ের টাকা সে নিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করছে। তাই স্ত্রীর মর্যাদা চাইতেই অনশনে বসেছি।” তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাসেলের বাড়িতে এসে অনশন শুরু করেন। এ সময় বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
রামদেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “মেয়েটি সৌদিতে রাসেলের সঙ্গে পরিচিত হয়। মোবাইলে বিয়ের কাগজপত্র দেখেছি, তবে সেগুলো সঠিক কি না যাচাই করা প্রয়োজন।”
এ বিষয়ে ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মিয়া জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, সৌদিতে তাদের বিয়ে হয়েছিল। দেশে এসে রাসেল নতুন করে আরেকটি বিয়ে করেছেন। বর্তমানে আগের স্ত্রী রাসেলের বাড়িতে অনশন করছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











