সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের একচেটিয়া অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঘাটাইল উপজেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে উপজেলার অন্তত ৬০টি প্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া একটি প্রতিহিংসামূলক বৈষম্য। এতে মেধাবী কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”
তাঁরা আরও বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ সরকার একটি বড় শিক্ষার্থী জনগোষ্ঠীকে বঞ্চিত করে মেধার বিকাশ রুদ্ধ করতে চায়। এই অন্যায় সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে নামা হবে।”
ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এস.এম. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান, সহ-সভাপতি শাকের আহম্মেদ, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাসহ অনেকেই মানববন্ধনে বক্তব্য দেন।