টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত এ ম্যাচে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফাইনালে দেউলাবাড়ী অ্যাডভোকেট কাদের স্পোর্টিং একাদশ ২-০ গোলের ব্যবধানে মধুপুর আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
খেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও ঘাটাইল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের তত্ত্বাবধানে খেলার প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক সভাপতি শামছুল আলম, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী আজিজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।