টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা উন্মোচনের লক্ষ্য নিয়ে ‘আইডিয়া ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির আয়োজনে এবং ইউনেস্কো হামদান প্রাইজ প্রজেক্টের আওতায় এই প্রোগ্রামটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, গুডনেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, উইজডম ভ্যালীর প্রধান শিক্ষক কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার।
মোট ১০টি গ্রুপে শিক্ষার্থীরা বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ের উপর তাদের উদ্ভাবনী ধারণা স্টল, মডেল, চিত্র এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। বিশেষ “আইডিয়া এক্সপ্রেশন স্টল”-এ শিক্ষার্থীরা সরাসরি দর্শনার্থীদের সামনে তাদের চিন্তা উপস্থাপন করেন।
গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়তা করা। শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরাই হতে পারে আগামী দিনের উদ্ভাবক। অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনা করেন গুড নেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন।