টাঙ্গাইলের ঘাটাইলে তিন বছরের শিশু কন্যা তোহাকে হত্যা করার অভিযোগ উঠেছে তার পিতা মুক্তার আলী (৩৫) এর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে মুক্তার আলীকে এবং উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেন পেশায় রাজমিস্ত্রী। তার ছোট মেয়েটির ওপর মাঝেমধ্যেই ক্ষিপ্ত হয়ে উঠতেন। ঘটনার রাতে শিশু তোয়া বিছানায় মায়ের সঙ্গে ঘুমাতে গেলে পিতা তার বুক ও পেটে ছুরিকাঘাত করেন, যা মুহূর্তে শিশুটিকে প্রাণহীন করে তোলে। পরে প্রতিবেশীরা ডাক-চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মুক্তার আলী মানসিক বিকারগ্রস্ত, এবং অতীতে শিশুকন্যাকে হত্যা করার চেষ্টা করেছেন। কী কারণে তিনি ক্ষিপ্ত ছিলেন, তা জানা যায়নি।
ঘটনার পর ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফৌজিয়া হাবিব খান জানান, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।”











