টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় ঘাটাইল পৌর শহরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়ায় ঘাটাইল কলেজ মোড় এলাকা ও ঝড়কা বাজারের দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা থাকলেও যে সকল ব্যবসায়ী সেই নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে আমরা তাদের মধ্যে আজকে দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছি।
সামাজিক দুরত্ব নিশ্চিত করণে আমাদের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে সে সময় তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালতকে সে সময় সহযোগিতা করেন ঘাটাইল থানার এসআই সুজন এর নেতৃত্বে একটি বিশেষ টীম।