টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি-এর উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, সমাজসেবক শাহজাহান আলী সরকার প্রমুখ।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখেন ও তাদের উৎসাহ দেন। সেরা তিনটি দলকে নগদ অর্থ ও ক্রেস্ট পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া বাকি সাতটি দলকে সান্ত্বনা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ শিশু ও কিশোরদের সৃজনশীলতা, নেতৃত্ব ও প্রযুক্তি চর্চাকে সবসময়ই উৎসাহিত করে আসছে। বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তিকে সকলের সামনে তুলে ধরতে পেরেছে, যা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে।