কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বয়স্ক হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়খালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকার খবর পায় বনবিভাগ।
সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বন্য হাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন। রেঞ্জ কর্মকর্তা মেহরাজ জানান, মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
এ সময় হাতিটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরো জানান, মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। এটি পুরুষ হাতি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছে ল্যাবে পাঠানোর জন্য। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হাতিটি সঠিক কী কারণে মারা যেতে পারে।