চট্টগ্রামের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহরিসের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার তৎপরতায় আশানুরূপ অগ্রগতি হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে অংশ নেয় নৌবাহিনীর ১৫ সদস্যের একটি ডুবুরি দল। তারা দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার এলাকায় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি, তার মা ও দাদী। ব্রিজের নিচে আটকে পড়লেও স্থানীয়রা মা ও দাদীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে শিশু সেহরিসের কোনো খোঁজ মেলেনি।
স্বজনরা খালপাড়ে উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছেন শিশুটির সন্ধানে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।