চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বহদ্দারহাট এককিলোমিটার ও রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য।
তারা বিশেষ করে ভোর বেলা চলাচলকারী যাত্রীদের টার্গেট করে ছিনতাই করে থাকে। ছিনতাইকারী ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম কক্সবাজার যাত্রীবাহী হানিফ পরিবহণের সুপারভাইজার মো. ওসমান গনি (২৫), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান (২১) মো. সুমন (২৮) ও মো. কবির (৪২)।