চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. আলভীন (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ মে) রাতে নগরীর চান্দগাঁও থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭ মে) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলভীন হত্যা মামলার ৮ নম্বর এজহারভুক্ত আসামি এবং চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ভাগিনা।
র্যাব জানায়, গত ২৩ মে রাতে বন্ধুদের সঙ্গে পতেঙ্গায় ঘুরতে গেলে পূর্ব শত্রুতার জেরে আকবরকে গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর আকবরের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব আলভীনকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।