খবর বাংলা
,
ডেস্ক
চট্টগ্রামের রাউজান থানা পুলিশ দীর্ঘ প্রায় ৩০ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে। তিনি রাউজান সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের পুত্র।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আবু তাহেরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন এসআই মো. মামুন ভূইয়া, এএসআই সানুমং মারমা এবং অন্যান্য ফোর্স।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল ভুক্তভোগী এমদাদুল হক ওরফে খোকনের বসতঘরে ঢুকে আবু তাহেরসহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনেন এবং থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন। নিহতের মাতা হালিমা বেগম প্রধান আসামি আবু তাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলা দায়েরের পর থেকে তিন দশক ধরে পলাতক আসামি গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











