চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে এগারটা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসায় দর্শন বিভাগের এক ছাত্রী ভাড়া থাকতেন। রাত সাড়ে এগারটার দিকে বাসায় প্রবেশ করা নিয়ে দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভীর রাত ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।