চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ অনুযায়ী, পাশের বাড়ির এক যুবক নাজিম বাড়িতে প্রবেশ করে ওই কিশোরীকে ধর্ষণ করে পরে হত্যা করে। নিহতের মরদেহ পরে টয়লেটে ফেলে রাখা হয়। ঘটনার প্রতিবেদন করতে গিয়ে ওই কিশোরীর নানা-নানীও হামলার শিকার হন এবং তারা গুরুতর আহত হন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।