২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত মোট ১৬,৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।
দেশভিত্তিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের অভিবাসীরা সংখ্যায় শীর্ষে থাকলেও মিশর ও ইরিত্রিয়ার নাগরিকরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের একই সময়ে বাংলাদেশিরা প্রায় ৮ হাজার ইতালিতে পৌঁছেছিলেন। এবারের পরিসংখ্যান প্রমাণ করছে, গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বাংলাদেশি ইতালিতে সমুদ্রপথে আগমন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৫,৯৪৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। বাংলাদেশের পর মিশর (৭,৬৯০ জন), ইরিত্রিয়া (৬,৮৮৭ জন), পাকিস্তান (৩,৭২৬ জন), সুদান (৩,৩৪৭ জন) এবং অন্যান্য দেশগুলো অবস্থান করছে।
বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের অভিবাসী আগমন আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আগমন স্থিতিশীলভাবে বাড়ছে, যেখানে বাংলাদেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে নেতৃত্ব দিচ্ছে।