সাভারের আশুলিয়ার মোজারমিল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত একটি দূরপাল্লার বাসে আগুন লেগেছে। হানিফ পরিবহনের বাসটি রংপুর থেকে ঢাকাগামী ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও যাত্রীদের মালামাল পুড়ে গেছে এবং বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে বাসটিতে আগুন লাগার পর চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামিয়ে দেন। চালক, হেলপার ও যাত্রীরা তাড়াতাড়ি বাস থেকে নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, বাসটি মোজারমিল এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ওভারহিটের কারণে ইঞ্জিনে আগুন লেগে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।