রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধর করেছে দোকান কর্মচারীরা। সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে।
ভুক্তভোগী শিক্ষার্থী শাহেদ জানান, এক বান্ধবী কেনাকাটার সময় না কিনে চলে আসায় দোকানের কয়েকজন কর্মচারী তাকে বাজে ভাষায় অপমান করে। এর প্রতিবাদ করলে দোকানের ৪০-৫০ জন একযোগে তাদের ওপর হামলা চালায় এবং শাহেদকে আলাদা কক্ষে নিয়ে নির্যাতন করে।
ঘটনার পর নিউমার্কেট ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দোকানটিতে ভাঙচুর চালান এবং হামলাকারীদের মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, শিক্ষার্থীদের দেয়া একজনসহ পুলিশ মোট তিনজনকে আটক করেছে। দোকানটির সম্পূর্ণ কার্যক্রম সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছিল। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।