চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত এক উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে চুরি হওয়া সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন ঢাকার শাহআলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—বরগুনার বেতাগী উপজেলার উত্তর ভোড়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে রুবেল খান (৩৬) এবং ঝালকাঠির নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের জালাল মাঝির ছেলে মো. সুমন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মে ডিউটি শেষে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন এসআই রাকিব উদ্দিন ভূঁইয়া। তিনি তার নামীয় সরকারি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন ইউনিফর্মের বেল্টসহ একটি ট্রলি ব্যাগে রেখে রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে বিকালে বাসায় ফিরে দেখতে পান, দরজার তালা ভাঙা এবং ট্রলি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।
ঘটনার পর চাঁদপুর জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি যৌথ অভিযান চালিয়ে শাহআলী থানা এলাকা থেকে প্রথমে অস্ত্র চোর সুমনকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বরগুনার বেতাগী থেকে অস্ত্র ক্রেতা রুবেল খানকেও আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনার পর চোর চক্রকে ধরিয়ে দিতে এসআই রাকিব উদ্দিন এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন। পুলিশের তৎপরতায় দ্রুতই চুরি হওয়া অস্ত্র উদ্ধার এবং অপরাধীরা গ্রেপ্তার হয়।