রাজধানীর কলাবাগানে শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদের বাড়িতে গভীর রাতে হানা, চাঁদাবাজি এবং হুমকির অভিযোগে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এবং দুই উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ও মান্নানকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের প্রধান মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
ভুক্তভোগী ড. ওয়াদুদের অভিযোগ, গত ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে কলাবাগান থানার এসআই বেলালের নেতৃত্বে কিছু পুলিশ সদস্য ও ১৫-২০ জন সন্ত্রাসী তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পুলিশি পরিচয়ে তারা তার বাড়িতে ভাঙচুর করে, দরজা ভাঙার চেষ্টা করে এবং তাকে থানায় নেওয়ার ভয় দেখিয়ে ১ কোটি টাকা দাবি করে। শেষপর্যন্ত তিনি বাধ্য হয়ে ২ লাখ টাকা তুলে দেন এবং আরও টাকার প্রতিশ্রুতিতে তিনজনকে বাসায় রেখে যায় তারা। এই সময় তার লাইসেন্সপ্রাপ্ত মিনি চিড়িয়াখানার একটি গর্ভবতী হরিণের মৃত্যু হয় এবং দুর্লভ বিদেশি পাখিসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, অভিযানের সময় ওসি মোক্তারুজ্জামান ঘটনাস্থলের পাশে উপস্থিত ছিলেন এবং ঘটনাটি পর্যবেক্ষণ করেন। পরে তাকে ভিডিওতে জোর করে জবানবন্দি নেওয়া হয় যে, তার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজদের হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন এবং বাসায় ফিরতে পারছেন না।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দেশের বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।